Complete experience

আমি একটি সিদ্ধান্ত করেছি, যেমন আমি একটি ব্যবসা করব,কখন বেসিক নিয়ে,আমার পরিচয়। আমার নাম আজাদ ধরতে গেলে আমি একজন ডান্সার ছিলাম এখন না, আমার থেকে ভালো লাগে গান বলতে গান শুনতে নাটক আরও শর্ট ফিল্ম দেখতে, যেমন আমি আমার প্রধান কারণ গুলি আমি সব সময় নজর রাখতাম আমার নিজেরও ইউটিউব চ্যানেল আছে ।

আমার একটি ওয়েবসাইট আছে আমার ইচ্ছা আমি যা জানি এই বিষয় নিয়ে আমি কাজ করবো আমি ইউটিউব সম্পর্কে একটানা ৮ বছর কাজ করেছি ওয়েবসাইট নিয়ে 5 বছর কাজ করেছি আমার জীবনটা ডান্স নিয়ে কেটে গেল এখন আমার থেকে কিছু করার ইচ্ছা আছে ,আমি যা জানি আমি তা সবাইকে শিখাবো


আমি মূলত থাকি চট্টগ্রাম ফিরোজা কলোনি মালিপাড়া । আমার ইচ্ছা আছে আমি আমাদের গ্রামে কিছু একটি করে মানুষকে দেখাবো, যা পারি সবাইকে নিয়ে শেয়ার করে কাজ করবো, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ ডিজাইন, ভিডিও এডিটিং ,কম্পিউটার বেসিক, মোবাইলের সকল ধরনের কাজ,ইন্ট্রো তৈরি করানো, থাম্বেল তৈরি করা সুন্দর করে টাইটেলের কাজ করা. আমার 10 বছরের অভিজ্ঞতা নিয়ে সবার সামনে আসব যে যে বিষয় নিয়ে শিখবে আমি তাকে ওই বিষয় নিয়ে কাজ শিখাব বেসিক. আপনি যদি শিখতে চান আমার সাথে নিচে আমার নাম্বার থাকবে আমার সাথে কথা বলতে পারেন আমি সকল ধরনের টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করব আপনার থেকে যা জানা দরকার আমি ও বিষয় নিয়ে কাজ করে থাকি যা জানার দরকার আমাদেরকে বললে সমাধান পাবেন তাই আপনাদের জন্য আমি কম্পিউটার কোর্স নিয়ে এসেছি. আমি যা জানি আপনাদের সামনে তা প্রকাশ করব । আমার নাম্বার: ০১৮৩০৭৭৩৮৪০

No comments

Theme images by chuwy. Powered by Blogger.