জনসেবা,ব্যক্তিত্ব গঠন,আল্লাহকে স্মরণ করা,

 =জনসেবা=

রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও। =সহীহ বুখারী=

আল্লাহ সকল কিছুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন। =সহীহ মুসলিম=

আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। =সহীহ মুসলিম=

যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। =সহীহ বুখারী=

তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা। =তিরমিযী=

=ব্যক্তিত্ব গঠন=

মুসলমান ব্যক্তির ইসলামনের সৌন্দর্যগুলোর একটি হলো, নিরর্থক কথা ও কাজ ত্যাগ করা। =তিরমিযী=

লজ্জা ঈমানের অংশ। =মিশকাত=

যখন সাহায্য চাইবে, আল্লাহর কাছে চেয়ো। =মিশকাত=


=আল্লাহকে স্মরণ করা=

যে তার প্রভুকে স্মরণ করে, আর যে করেনা, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। (সহীহ মুসলিম


=সত্য কথা=

সত্য কথা বলো, যদিও তা তিক্ত। =ইবনে হিব্বান=

No comments

Theme images by chuwy. Powered by Blogger.