Azad, the son of a very poor man

 আমার জীবনটা কতটা অদ্ভুত সেটা আছকে বলতে চলেছি। ঘুমের মাঝেই দেখে থাকে, সারা রাত মানুষ গভীর ঘুমে থেকে দেখা ও শুনতে পাওয়া যায় রাতে দেখা স্বপ্নের কাহিনী বুঝতে পাওয়া যায় রাতে দেখা স্বপ্নে কতটুকু সত্য। আমি তেমনি একজন মানুষ স্বপ্নের কাহিনী বুঝার জ্ঞান, আমাকে শিক্ষা দিচ্ছি জম্ম থেকে মৃত্যু পর্যন্ত।

জীবনে কিছু খারাপ হতে চলেছে। কিন্তু সত্যি কি তাই,একা একা সারাহ্মন কল্পনা করি আমি একদিন অনেক বড়ো হবো আমার দুঃখ কষ্ট সব আমার জীবন থেকে হারিয়ে যাবে তাই ভেবেছি,আমরা ছিলাম গরিব কষ্ট ছিলো আমাদের জীবন সংগী, আমার বাবা ছিলেন একজন রেসকা চালোক,

আমাদেরকে অনেক কষ্ট করে বড়ো করেছে তখন আমার কাছে মনে হতো ,আমাদের পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজনযে ছেড়ে যায় না ভুলেও যায়না,সম্পূর্ন সত্য,মানুষ টি হচ্ছে,আমার মা ,আমাকে শিক্ষা দিচ্ছি জম্ম থেকে মৃত্যু পর্যন্ত,খাওয়া দাওয়া, চলা-ফেরা যা যা করছি, আমার সত্যি টায়  শিখে দিচ্ছি সত্যি জ্ঞানের কোন বিকল্প নেই,নির্ধারিত 

নেই আমি সারাহ্মন কল্পনা করি কেমনে আমি অনেক বড়,হব, মানুষের মতো একদিন অনেক বড় হবো ,সবাই আমাকে জানবে আমার পরিচিত হবো সবার মাঝে,হলো না  আমাদের সামর্থ্য ছিলোনা বড় স্কুলে আমাদের পরালেখা করাবে, না ভালো কনো কাজ শিখাতে পারবে,নিজের কাছে কতটা আশা ছিলো মানুষ যেমন করে চলে আমিও চলবো,না পারছিনা মানুষের মতো ভালো কিছু পরে হাটবো , কনো আশা করিনা বাবা মা থেকে জানি তারা দিতে পারবেনা কেন তাদেরকে কষ্ট দিবো ।

সিরা খাতায় থেকে কুটি টাকায় সপ্ন দেখা আমাদের

গরিবের সভা পাইনা

ইতি গরিবের ছেলে আজাদ

No comments

Theme images by chuwy. Powered by Blogger.